Logo
Logo
×

সারাদেশ

বাংলাদেশে গণতন্ত্রের অন্যতম পুরোধা খালেদা জিয়া : অধ্যাপক রেজাউল

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:২৫ পিএম

বাংলাদেশে গণতন্ত্রের অন্যতম পুরোধা খালেদা জিয়া : অধ্যাপক রেজাউল

সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের অন্যতম পুরোধা। তিনি সারা জীবন বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় কাজ করে গেছেন। শেখ হাসিনা বাংলাদেশ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। 

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

রেজাউল করিম বলেন, বেগম খালেদা জিয়া আপোসহীন নেত্রী। নির্যাতনেও দমে যাননি তিনি। তার শূন্যতা বাংলাদেশের মানুষ অনুভব করেন। বাংলাদেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন ছিল। 

শিল্পপতি ও সিআইপি বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সোনারগাঁ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, নেতা আব্দুর রশিদ মিয়া প্রমুখ। 

আলোচনা সভা শেষে মিলাদ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, স্থানীয় মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন