Logo
Logo
×

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় যুবদলের সাবেক নেতা নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম

সড়ক দুর্ঘটনায় যুবদলের সাবেক নেতা নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কামাল হোসেন নামের সাবেক এক নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ৩টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর এলাকার গরানচালা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়ন এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন (৪৯) ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর এলাকার গরানচালা গ্রামের হাতেম আলীর ছেলে। তিনি একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। এছাড়া রসুলপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি ঘাটাইল থেকে মধুপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দেউলাবাড়ী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। সে সময় একটি মালবাহী ট্রাক এসে মোটরসাইকেলের উপর উঠিয়ে দেয়। এতে তাৎক্ষণিক মোটরসাইকেলটিতে আগুন ধরে যায় এবং সড়কের অদূরে ছিটকে পড়ে নিহত হন কামাল হোসেন।

তিনি আরও বলেন, স্থানীয়রা মোটরসাইকেলের চালককে উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

রসুলপুর ইউনিয়ন যুবদল নেতা সোহাগ হোসেন বলেন, নিহত কামাল হোসেন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। শনিবার বিকেল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মধুপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ বোরহান আলী বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেলের আগুন নেভাতে কাজ করে। তার আগেই স্থানীয়রা মোটরসাইকেলের আহত চালককে উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে সড়ক দুর্ঘটনায় নিহত কামাল হোসেনের মরদেহ তার পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন