Logo
Logo
×

সারাদেশ

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে একটি পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন অভি দেবনাথ (২৪) ও হৃদয় চন্দ্র শীল (২৮)।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় অভি দেবনাথ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হৃদয় চন্দ্র শীলকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার ভোরে তিনি মারা যান।

নিহত দুজনই নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাসিন্দা। অভি দেবনাথ ছিলেন অমেশ কুমারের ছেলে এবং হৃদয় চন্দ্র শীল ছিলেন কানু চন্দ্র শীলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে মোটরসাইকেলে করে তাঁরা বিনোদপুরের উদ্দেশে রওনা হন। পথে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে ফোর লেন সড়কের টার্নিং থেকে ইউটার্ন নেওয়ার সময় একটি মুরগিবাহী পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে পিকআপের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন