পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র হয়েছে, এটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা : মোনায়েম মুন্না
বগুড়া অফিস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:৩২ পিএম
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, পোস্টাল ব্যালট পেপারকে কেন্দ্র করে ষড়যন্ত্র করা হয়েছে, যা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটি নমুনা। তবে এসব বিষয়কে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছে যুবদল।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার যুবদলের সঙ্গে আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোনায়েম মুন্না বলেন, নির্বাচনের মাঠে একাধিক ধাপ ও নানা বাধা থাকে। সংগঠনকে শক্তিশালী ও সুশৃঙ্খল রেখে সাংগঠনিক দক্ষতার মাধ্যমে এসব ধাপ অতিক্রম করা হবে।
সভায় সভাপতিত্ব করেন যুবদলের কেন্দ্রীয় নেতা ইলিয়াস আহমেদ হিমেল রানা। বক্তব্য দেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং রাজশাহী মহানগর যুবদলের নেতা শরিফুল ইসলাম জনিসহ অন্যান্য নেতারা।
মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও ইউনিটের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



