Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজার থেকে কিশোরগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম

কক্সবাজার থেকে কিশোরগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালী থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে কটিয়াদী থানার ওসি মাহবুবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক রনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব ও ছাত্রলীগ নেতা সামাদ উল্লাহ।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন এবং কক্সবাজারের মহেশখালী এলাকায় অবস্থান করছিলেন। সেখান থেকেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বের বিভিন্ন মামলার বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের থানায় কোনো আনুষ্ঠানিক বার্তা পৌঁছায়নি।

কটিয়াদী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন