Logo
Logo
×

সারাদেশ

রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে তিন দিনে ৬ জনের মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম

রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে তিন দিনে ৬ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। পুলিশ জানিয়েছে, আরও দুজন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের আব্দুল মালেক এবং রংপুর সদর উপজেলার শ্যামপুর বন্দর কলেজপাড়ার রাশেদুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে গত রোববার রাতে বদরগঞ্জ উপজেলার শ্যামপুরহাট এলাকায় স্থানীয় মাদককারবারি জয়নুল আবেদীনের বাড়িতে রেকটিফায়েড স্পিরিট পান করে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। ঘটনাস্থলেই মারা যান বসন্তপুর গ্রামের আলমগীর হোসেন, পূর্ব শিবপুর গ্রামের সোহেল মিয়া এবং সাহাপুর গ্রামের জেননাত আলি। এছাড়া আরও কয়েকজন গোপনে চিকিৎসা নিচ্ছেন।

একই ধরনের অপর ঘটনায় সদর কোতোয়ালী থানার শিবের বাজার পশ্চিম হিন্দুপাড়ার মানিক চন্দ্র রায় (৬০) সোমবার সন্ধ্যায় স্পিরিট পান করে অসুস্থ হন। মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ স্থানীয় মাদক ব্যবসায়ী জয়নুল আবেদীনকে গ্রেপ্তার করেছে। বদরগঞ্জ ও হাজিরহাট থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ১০ বোতল রেকটিফায়েড স্পিরিটও উদ্ধার করেছে।

গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম জানান, এলাকায় দীর্ঘদিন ধরে রেকটিফায়েড স্পিরিট বিক্রি হচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি মাদক ব্যবসা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের দাবি জানান।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার ওসি আজাদ রহমান, বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার এবং সদর কোতোয়ালী থানার ওসি আব্দুল গফুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন