জামায়াতের উদ্যোগে কিশোরগঞ্জ ৫০০ মিটার নতুন রাস্তা নির্মাণ
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কিশোরগঞ্জে ৫০০ মিটার নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে। নতুন রাস্তা নির্মাণের ফলে এলাকাবাসীর যাতায়াতের কষ্ট অনেকটাই লাঘব হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মাঠের বাজার থেকে জামাল উদ্দিনের বাড়ি পর্যন্ত এ রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
নতুন রাস্তার নির্মাণকাজ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. মোছাদ্দেক ভূঞা।
জানা যায়, সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এবং আল আমিন ফাউন্ডেশনের অর্থায়নে রাস্তাটির নির্মাণকাজ শুরু হয়েছে। এর আগে মাঠের বাজার থেকে জামাল উদ্দিনের বাড়ি পর্যন্ত কার্যত কোনো রাস্তা না থাকায় শুধু পায়ে হেঁটে চলাচল করা যেত। এতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসীকে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়তে হতো।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মো. মোছাদ্দেক ভূঞা বলেন, “এলাকার মানুষের দীর্ঘদিনের একটি বাস্তব সমস্যার সমাধানে আজ এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু ভোটের সময় নয়, সাধারণ মানুষের নিত্যদিনের প্রয়োজনেই রাজনীতি হওয়া উচিত। এই রাস্তা নির্মাণের মাধ্যমে শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষের চলাচল সহজ হবে। ভবিষ্যতেও মানুষের প্রয়োজনভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ডে জামায়াতে ইসলামী পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “যেখানে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছায় না, সেখানে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা দরকার। এ ধরনের উদ্যোগ মানুষের জীবনযাত্রা সহজ করে এবং সামাজিক দায়বদ্ধতার উদাহরণ তৈরি করে।”
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, আল আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আল আমিন, দানাপাটুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ক্বারী আব্দুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।



