Logo
Logo
×

সারাদেশ

বাঞ্ছারামপুরে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম

বাঞ্ছারামপুরে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

ছবি : সংগৃহীত

গানের মানুষরা যে কেবল সুর আর বাদ্যযন্ত্র নিয়েই থাকেন না, বরং মানুষের বিপদেও সবার আগে ছুটে যেতে পারেনতারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল জনপ্রিয় সংগীতের দল ‘টিম বাউল মন’।

রোববার (১১ জানুয়ারি) রাতে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি শাহ্ রাহাত আলী (র.) এর মাজারে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন টিমের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন দিনা মন্ডল, মাহাতাব হোসেন সায়েম, আবু সাঈদ সরকার নাঈম ও সাংবাদিক সোহাগ মনি। কোনো প্রধান অতিথি বা বিশেষ আয়োজনের তোড়জোড় ছিল না; বরং গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ এবং শীতের তীব্রতা চরমে, ঠিক তখনই টিমের সদস্যরা পৌঁছে যান মাজার প্রাঙ্গণে।

কনকনে শীতের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে শীতার্তরা উচ্ছ্বসিত হন। অসহায় মানুষগুলো যাতে সঠিকভাবে এই শীতবস্ত্র পায় এবং বিতরণ কার্যক্রম যেন সুশৃঙ্খল হয়, সেজন্য সার্বিক তত্ত্বাবধান করেন অধম শুভ। তার সাথে এই মানবিক কাজে সরাসরি সহযোগিতা করেন শাহ জালাল রেজভী ও আবু নাঈম। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রকৃত অভাবী মানুষের হাতেই কম্বলগুলো পৌঁছে দেওয়া সম্ভব হয়।

আপ্লুত মাজারবাসী মাজারে আশ্রয় নেওয়া অসহায় মানুষগুলো জানতেনই না যে তাদের জন্য কেউ গভীর রাতে শীতবস্ত্র নিয়ে আসছে। হঠাৎ হাতে কম্বল পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে। কোনো প্রচারণা বা আগে থেকে জানানো ছাড়াই এই ‘সারপ্রাইজ’ বিতরণ কর্মসূচিটি ছিল মূলত আর্তমানবতার সেবায় নিবেদিত একটি নীরব প্রয়াস।

টিম বাউল মন-এর সদস্যরা বলেন, "আমরা মূলত গানের মানুষ। গান দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করি। কিন্তু এই হাড়কাঁপানো শীতে অসহায় মানুষগুলোর কষ্ট দেখে আমরা স্থির থাকতে পারিনি। তাই আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে কোনো আয়োজন ছাড়াই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।"

​উপস্থিত সাধারণ মানুষ ও মাজারের খাদেমরা এই ভিন্নধর্মী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, প্রচারের আড়ালে এসে এভাবে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সেবা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন