রুপগঞ্জে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পূর্বাচল উপশহরের বাগেরআগা এলাকায় এক দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৩ জানুয়ারী) বিকালে রূপগঞ্জ ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেনের সভাপতিত্বে ও রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজ রহমান ভূঁইয়া দিপু।
অনুষ্ঠানে বাগেরআগা ও এর আশপাশের এলাকার প্রায় ১৫০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরুর আগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন,মরহুমা বেগম খালেদা জিয়া সারাজীবন সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করেছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাঁর আত্মার শান্তির জন্য আজ আমরা এই অঞ্চলের দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। এই কনকনে শীতে ১৫০০ মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের লক্ষ্য।
দোয়া মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরাম, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে শীতার্তদের হাতে উন্নত মানের কম্বল তুলে দেওয়া হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য নুরুন্নবী, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু,রূপগঞ্জ সদর ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি মনির ভূঁইয়া,১ নং ওয়ার্ড যুবদলের নেতা সিপন মিয়া, আলেক মিয়া,মমিন মিয়া প্রমুখ।



