Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় তিনটি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল মোবাইল কোর্ট

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম

বগুড়ায় তিনটি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল মোবাইল কোর্ট

ছবি : সংগৃহীত

বগুড়ায় তিনটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসনপরিবেশ অধিদপ্তরঅভিযানে দুটি ইটভাটার চিমনি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছেআরেকটি ইটভাটার কিলন আংশিক ভেঙে জরিমানা আদায় করা হয়েছে

সোমবার (১৩ জানুয়ারি) বগুড়া সদর উপজেলার সাবগ্রাম, চকঝপু ও বুজরুক মাঝিড়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ অনুযায়ী মেসার্স সারিয়াকান্দি ব্রিকস (সাবগ্রাম), মেসার্স পুলক ব্রিকস (চকঝপু) এবং মেসার্স টিএমএসএস ব্রিকস (বুজরুক মাঝিড়া)এই তিনটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে মেসার্স সারিয়াকান্দি ব্রিকস ও মেসার্স পুলক ব্রিকসের চিমনি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়। টিএমএসএস ব্রিকসের কিলন আংশিক ভেঙে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন। পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথীর বিন মোহাম্মদ অভিযানে উপস্থিত ছিলেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মাহমুদুল হাসান।

অভিযানে জেলা পুলিশ, যুব উন্নয়ন আর্মি ক্যাম্প (৪০ বীর) ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাথীর বিন মোহাম্মদ বলেন, অবৈধ ইটভাটা বায়ুদূষণ ও পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এসব ভাটা বন্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইটভাটা মালিকদের পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট কিংবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসাম দিয়ে তৈরি এফএএল-জি ইট উৎপাদনে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন