Logo
Logo
×

সারাদেশ

সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে নিয়ে গেল বিএসএফ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম

সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে নিয়ে গেল বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পারাপারের সময় গুলি ছুড়ে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। 

সোমবার (১২ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মোহাম্মদ আলী (২৫)। তিনি রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক ১০৬২-১০৬৩ নম্বর সীমানা পিলার এলাকার কাছ দিয়ে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ভারতের আসাম রাজ্যের মানকারচর থানার অধীন শাহপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা টহল দিচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিএসএফ সদস্যরা হঠাৎ গেট খুলে সীমান্তের দিকে গুলি ছোড়েন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মোহাম্মদ আলীকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের।

রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, ভোরে ৮ থেকে ১০ জন চোরাকারবারি সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে কম্বল পারাপারের চেষ্টা করছিল। এ সময় বিএসএফ গুলি ছোড়ে। বাকিরা পালিয়ে গেলেও মিস্টার আলীকে আটক করে নিয়ে যায় তারা।

জামালপুর ৩৫ বিজিবির অধীন মোল্লাচর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফখরউদ্দিন বলেন, একজন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে— এমন খবর আমরা পেয়েছি। তবে আমাদের দায়িত্বপূর্ণ এলাকা থেকে নয়, ১০৬৩ নম্বর পিলার এলাকা থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে।

রৌমারী সদর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নাম প্রকাশ না করার শর্তে বলেন, গুলি ছুড়ে কাউকে ধরে নিয়ে গেছে কি না, তা আমাদের টহল সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন