মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত বাংলাদেশি শিশু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকায় সুলতানা আফনান নামে এক স্কুলছাত্রী গুলিবিদ্ধ হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আফনান স্থানীয় হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। নিহত আফনান আরা (১২) ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির উঠানে খেলার সময় হঠাৎ মাথায় গুলি লাগে আফনানের। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির দাদা আবুল হাশেম জানিয়েছেন, তার অবস্থা মুমূর্ষু।
এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করার চেষ্টা করে। স্থানীয় সাবেক এমপি শাহজাহান চৌধুরীও উপস্থিত হয়ে জনগণকে বুঝিয়ে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। এ সময় বিক্ষুব্ধরা বিজিবির একটি গাড়ি ভাঙচুর করে।
স্থানীয়রা জানান, রাত থেকে মিয়ানমারের ওপারে তেচ্ছি ব্রিজের পূর্বাংশে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে থেমে থেমে গোলাগুলি হচ্ছিল। সেখান থেকে ছোড়া একটি গুলি এসে আফনানের গায়ে লাগে।
শাহজাহান চৌধুরী বলেন, ঘটনার তদন্ত করে মিয়ানমার প্রান্ত থেকে গুলি আসা বন্ধ করতে হবে এবং সীমান্তে মানুষের নিরাপত্তা জোরদার করতে হবে।



