Logo
Logo
×

সারাদেশ

ধান ক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ পিএম

ধান ক্ষেতে মিলল ব্যবসায়ীর মরদেহ

বগুড়ার শেরপুরে হামিদুল মন্ডল নামের এক ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) সকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামসংলগ্ন একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হামিদুল মন্ডল (৫০) একই গ্রামের মৃত মমতাজ মন্ডলের ছেলে এবং পেশায় ধান ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) বিকেলে হামিদুল মণ্ডল বাজারের উদ্দেশ্যে টাকা কালেকশনে বের হন। তবে সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তিনি বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারে উৎকণ্ঠা বিরাজ করছিল।

আজ সকালে গ্রামের পাশের একটি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শেরপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

হামিদুলের দুলাভাই জানান, তিনি দীর্ঘদিন ধরে ধানের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রায় প্রতিদিনই টাকা সংগ্রহের কাজে বের হতেন। শনিবারও একই উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। 

শেরপুর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, প্রাথমিকভাবে মরদেহের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা— সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন