Logo
Logo
×

সারাদেশ

‎রাবির সায়েন্স ক্লাবের উদ্যোগে মুন্সিগঞ্জে ‘সায়েন্স শো’

Icon

‎রাবি প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম

‎রাবির সায়েন্স ক্লাবের উদ্যোগে মুন্সিগঞ্জে ‘সায়েন্স শো’

‎বীর মুক্তিযোদ্ধা মুর্শেদুল আহসান ফাউন্ডেশন ও লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় মুন্সিগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত হয়েছে “টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণ ক্যাম্প ও সায়েন্স শো”।

‎শনিবার (১০ জানুয়ারি) শ্রীনগর উপজেলার লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব। এ সময় ক্লাবের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় ও শিক্ষণীয় ‘সায়েন্স শো’ প্রদর্শন করা হয়।

‎‎অনুষ্ঠানে রাবি সায়েন্স ক্লাব পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ক দশটিরও বেশি এক্সপেরিমেন্ট উপস্থাপন করে। এসব প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানের জটিল ধারণাগুলো হাতে-কলমে ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করার সুযোগ পায়, যা তাদের শেখার আগ্রহ ও কৌতূহল বহুগুণে বাড়িয়ে তোলে।

‎এছাড়া টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণ শিক্ষার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হয়। গ্রহ, নক্ষত্র ও মহাজাগতিক বিভিন্ন বস্তু সরাসরি পর্যবেক্ষণ এবং সেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা শিক্ষার্থীদের বিজ্ঞান শেখার অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত ও বাস্তবমুখী করে তোলে। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে একটি সায়েন্স অলিম্পিয়াডও অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্কাই ওয়াচার্স ক্লাবের কর্ণধার গৌতম পাল। তিনি বলেন, “এ অঞ্চলে এটিই প্রথম টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণ ক্যাম্প ও সায়েন্স শো। বর্তমান সময়ে খেলাধুলা ও ভ্রমণের পাশাপাশি বিজ্ঞানচর্চাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

‎রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং রাবি সায়েন্স ক্লাবের সহ-সভাপতি তোফায়েল আহমদ তোফার নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল এই কার্যক্রমে অংশগ্রহণ করে। দলে আরও ছিলেন ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, মিডিয়া সম্পাদক এহসানুল হক দিনার, প্রচার সম্পাদক মো. মাহমুদুল হক ভূইয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. সাব্বির আহমেদ এবং সদস্য আব্দুল্লাহ আল মামুন অন্তু ও সাগর সরকার।

‎এ সময় তোফায়েল আহমদ তোফা বলেন, “আমাদের লক্ষ্য একটাই—বিজ্ঞানকে বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের সামনে জীবন্ত করে তোলা। দেশের বিভিন্ন প্রান্তে এই অভিজ্ঞতা ছড়িয়ে দিতে পারাটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”

‎অনুষ্ঠানে লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

‎এক শিক্ষার্থী জানান, “বইয়ে যেসব বিষয় শুধু পড়ে এসেছি, আজ সেগুলো নিজের চোখে দেখে অনেক ভালোভাবে বুঝতে পেরেছি।”

‎আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা ও অনুসন্ধানী মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

‎শ্রীনগরে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব দেশের বিভিন্ন অঞ্চলে বিজ্ঞানচর্চা ও বিজ্ঞান জনপ্রিয়করণের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করেছে। এর আগেও ক্লাব রাজশাহী ও দেশের বিভিন্ন জেলা—নাটোর, বরগুনা এবং জাতীয় বিজ্ঞান সপ্তাহসহ নানা আয়োজনে সফলভাবে সায়েন্স শো পরিচালনা করেছে। ধারাবাহিক এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে হাতে-কলমে বিজ্ঞান শেখার আগ্রহ ও কৌতূহল ছড়িয়ে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন