Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৬

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম

কুড়িগ্রামে শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সংঘবদ্ধ জালিয়াতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। পরীক্ষার প্রশ্নের উত্তর অসাধু উপায়ে সংগ্রহ ও সরবরাহের সময় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ নকলচক্রের ৬ সদস্যকে ডিভাইসসহ হাতেনাতে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নাগেশ্বরী উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন- নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম। তিনি একই সঙ্গে বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বলেও জানা গেছে। তবে আটক অপর পাঁচজনের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।

নাগেশ্বরী থানার ওসি মো. আব্দুল্লা হিল জামান বলেন, পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসায় ডিভাইস ব্যবহার করে অসাধু উপায়ে উত্তর সংগ্রহের সময় মিনারুল ইসলামসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। অভিযানে ব্যবহৃত ডিভাইস জব্দ করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের শেষ পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য ও সংশ্লিষ্টদের নাম উঠে আসতে পারে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে যেন কোনো ধরনের আতঙ্ক বা বিভ্রান্তি না ছড়ায়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন