টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে র্যাব–১৪ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সরাসরি জড়িত চক্রের একজন সদস্যকে প্রথমে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়, যার ভিত্তিতে জানা যায় চক্রটির আরও কয়েকজন সক্রিয় সদস্য রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী র্যাব সদস্যরা পরবর্তী অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে প্রশ্নপত্র ফাঁস চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। ফলে এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রশ্নপত্র ফাঁসের পুরো নেটওয়ার্ক চিহ্নিত করতে অভিযান অব্যাহত থাকবে।



