Logo
Logo
×

সারাদেশ

করিমগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম

করিমগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) করিমগঞ্জ উপজেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলার বৌলাই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করে তার বহনকৃত ব্যাগ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

আটককৃত নারীর নাম আমেনা খাতুন (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ী উত্তর গ্রামের রুহুল আমিনের স্ত্রী।

এ বিষয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, করিমগঞ্জে মাদকের ব্যাপক বিস্তারের ফলে যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে। প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত, করিমগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যবৃন্দ এবং করিমগঞ্জ থানা পুলিশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন