Logo
Logo
×

সারাদেশ

খালেদা জিয়া প্রশাসনকে ব্যবহার করে জোরদবরদস্তি করে ক্ষমতায় থাকেননি : খোকন

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম

খালেদা জিয়া প্রশাসনকে ব্যবহার করে জোরদবরদস্তি করে ক্ষমতায় থাকেননি : খোকন

ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়া নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রতিষ্ঠা করেছেন। ভোটাধিকার বাস্তবায়নে তিনি তত্ত্বাবধায়ক বিল পাস করেছেন। তিনি প্রশাসনকে ব্যবহার করে জোরদবরদস্তি করে ক্ষমতায় থাকেননি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নরসিংদীর সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুরে আলোকবালী ইউনিয়ন বিএনপি ও সব অঙ্গসংগঠনের আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া কখনোই জোর করে ক্ষমতায় থাকেননি। তিনি প্রধানমন্ত্রী ছিলেন, জনগণের রায় মেনে নিয়ে বিরোধীদলীয় নেত্রীর দায়িত্বও পালন করেছেন। ন্যায়বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন।

তিনি আরো বলেন,  তারেক রহমান বলেছেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’। আমরা বলি উই হ্যাভ আ প্ল্যান। আগামী দিনে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় এলে জিয়াউর রহমান এবং খালেদা জয়ার আদর্শকে ধারণ করে দেশ গঠন করা হবে।

জীবন মানের উন্নয়নে কাজ করা হবে। চরাঞ্চলের উন্নয়ন কিভাবে করা যায় সে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

আলোকবালী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন সরকার এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, নরসিংদী শহর যুবদলের আহবায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাবেক সভাপতি আব্দুর রউফ ফকির রনিসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন