Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী দিপু ভুঁইয়ার পক্ষে ঐক্যের অঙ্গীকার

Icon

রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম

রূপগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী দিপু ভুঁইয়ার পক্ষে ঐক্যের অঙ্গীকার

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থীবিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু’র পক্ষে কাজ করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন রূপগঞ্জের ভোলাবো, দাউদপুর, রূপগঞ্জ, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও কাঞ্চন কাঞ্চন পৌরসভার সদস্যরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো এলাকার শি-সেল রেস্টুরেন্ট এবং পার্ক সেন্টারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেন সদস্যরা ।

ভোলাবো, দাউদপুর, রূপগঞ্জ, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও কাঞ্চন কাঞ্চন পৌরসভার নির্বাচিত সকল সদস্য উপস্থিত থেকে আসন্ন নির্বাচনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষে দলমত নির্বিশেষে মাঠে কাজ করার অঙ্গীকার করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ১ নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন, দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শিকদার, ভোলাবো ইউনিয়ন পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাচ্চু, ইমরান হোসেন রিপন, কাঞ্চন পৌরসভার সদস্য মফিকুল ইসলাম খানসহ ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সদস্যরা।

এসময় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দিপু ভুঁইয়ার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা আরও বলেন, রূপগঞ্জের সার্বিক উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে দিপু ভুঁইয়ার বিকল্প নেই। দিপু ভুইয়া রূপগঞ্জকে একটি স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তুলবে। আর স্বপ্নের রূপগঞ্জ বাস্তবায়ন করতে আমরা সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে দিপু ভুঁইয়ার পক্ষে কাজ করে বিপুল ভোটে এমপি হিসেবে জয়ী করবো।

মতবিনিময় সভায় উপস্থিত ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সদস্যরা একযোগে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ ও জনসংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন