বাঞ্ছারামপুরে ইসলামিক ফ্রন্ট প্রার্থীর মতবিনিময়
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের ইসলামিক ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ইসলামিক ফ্রন্টের মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু নাছের মোহাম্মদ মুছা নেতাকর্মীদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়ে। সভায় জানানো হয়, তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর সমন্বয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘বৃহত্তর সুন্নী জোট’ আত্মপ্রকাশ করেছে।
তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে এই এলাকা পিছিয়ে রয়েছে। তাই আগামী নির্বাচনে বিজয়ী হয়েবাঞ্ছারামপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, সঠিক নেতৃত্বের মাধ্যমে যেন বাঞ্ছারামপুরের মানুষের সেবা করতে পারেন। আল্লাহর ও তার রাসূলের আইন প্রতিষ্ঠায় তিনি ও তাঁর দল সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বাঞ্ছারামপুর উপজেলা ইসলামী যুবসেনার আহ্বায়ক হাফেজ মাওলানা মো. হাবিব উল্লাহ বলেন, অধ্যক্ষ মাওলানা আবু নাছের মোহাম্মদ মুছা একজন আদর্শবাদী, ত্যাগী ও জনবান্ধব নেতা। তাঁর নেতৃত্বে বাঞ্ছারামপুরে ইসলামী যুবসেনা আরও শক্তিশালী ভূমিকা রাখবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা মো. আলমগীর হোসেন, মাওলানা মো. সারোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রসেনা নেতা মো. রাসেলসহ বাংলাদেশ ইসলামী যুবসেনা বাঞ্ছারামপুর উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।



