কুমিল্লায় সেলুন ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম
কুমিল্লার বরুড়া পৌরসদর বাজারে সেলুন ব্যবসায়ী সোহেল রানা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
৭ জানুয়ারি বুধবার সকালে স্থানীয় বরুড়া বাজারের তাজমহল হোটেলের দক্ষিন পাশে সেলুন ব্যবসায়ী সোহেল রানার দোকানে বিভিন্ন কাস্টমার চুল কাটতে তার অনুসন্ধান করে জানতে পারেন তার দোকানের সাটার তালা বিহীন বন্ধ অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। সাটার ওপেন করে তার মৃত দেহ দেখে পুলিশকে জানায় বাজারের ব্যবসায়ীরা। স্থানীয়ভাবে খোজ নিয়ে জানা যায় মঙ্গলবার রাতে সেলুনে কাজ করা অবস্থায় অনেকের সাথে দেখা হয়। কাজ শেষে রাতে বাসায় যাওয়া হয়নি সোহেল রানার। নিজ সেলুন দোকানে ফাঁসী দিয়ে ঝুলন্ত অবস্থায় মৃত দেহ উদ্ধার করে বরুড়া থানা পুলিশ।
এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম জানান লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হয় পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারেন। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।



