দীর্ঘ ১৫ বছর পর শেরপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম
বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত এ কমিটি আজ বুধবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটি অনুযায়ী, শেরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবিব আরমান। উপজেলা আহ্বায়ক কমিটিতে মোট সদস্য রয়েছেন ৮৫ জন। অপরদিকে শেরপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নাসিফ ওয়াহিদ প্রান্তকে। পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে সদস্য সংখ্যা ৪০ জন।
জানা যায়, শেরপুর উপজেলা ও পৌর ছাত্রদলের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছিল ২০১০ সালে। দুই বছর মেয়াদি ওই কমিটির পর দীর্ঘ ১৫ বছর ধরে নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। অবশেষে আজ বুধবার বগুড়া জেলা ছাত্রদলের স্বাক্ষরে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।
সদ্য ঘোষিত দুইটি আহ্বায়ক কমিটি সূত্রে জানা গেছে, কমিটি গঠনের সঙ্গে সঙ্গে জেলা ছাত্রদলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে—আগামী ১৫ দিনের মধ্যে শেরপুর উপজেলার ১০টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডে ছাত্রদলের নতুন কমিটি গঠন করতে হবে। জেলা ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি সূত্র আরও জানায়, ছাত্রদলের কমিটি দুই বছর মেয়াদি। ২০১০ সালের পর দীর্ঘ সময় ধরে কমিটি গঠন না হওয়ার পেছনে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন ও নির্যাতন বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়। ওই সময়ে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাবন্দি করা হয়, যার ফলে নির্ধারিত মেয়াদ শেষে নতুন কমিটি গঠনের উদ্যোগ বারবার বাধাগ্রস্ত হয়।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসান হাবিব আরমান বলেন,
“নতুন এই আহ্বায়ক কমিটির মাধ্যমে শেরপুরে ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেরপুর উপজেলা ও পৌর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”
নবগঠিত কমিটিকে ঘিরে শেরপুরের ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদ লক্ষ্য করা গেছে।



