Logo
Logo
×

সারাদেশ

রামুতে বিপুল অস্ত্র-গুলিসহ নারী আটক

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

রামুতে বিপুল অস্ত্র-গুলিসহ নারী আটক

ছবি : সংগৃহীত

কক্সবাজারের রামুতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক নারীকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনী, রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আহম্মদের মেয়ে জেসমিন সুলতানা রিয়ার বাড়িতে তল্লাশি চালায়। অভিযানে একটি দেশীয় তৈরি এলজি, দুটি পুরাতন পিস্তল, ৬টি বড় চায়নিজ রাইফেলের গুলি, ৪৯টি ছোট পিস্তলের গুলি, ৪টি শটগানের ব্যবহৃত কার্তুজের খোসা, একটি বড় বন্দুকের বাঁটের অংশ, দুটি ধারালো দা, একটি খেলনা পিস্তল, দুটি বাটন মোবাইল এবং একটি কাটার উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক জেসমিন সুলতানা রিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, উদ্ধার অস্ত্রশস্ত্র কুখ্যাত ডাকাত নুরুল আবছার ওরফে ল্যাং আবছার এবং ডাকাত রহিমের। তিনি দীর্ঘদিন ধরে ওই ডাকাত দলের সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পলাতক আসামি ল্যাং আবছার ও রহিমকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটক রিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন