নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম
ছবি : সংগৃহীত
নরসিংদীর পলাশে ব্যবসায়ী মনি চক্রবর্তী (৪২) নামে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত মনির স্বজন, ব্যবসায়ী, এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
এছাড়াও বুধবার (৭ জানুয়ারি) নিহতের বাবা মদন চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাত নামা আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেন। এঘটনায় একাধিক ব্যক্তিকে সন্দেহ ভাজন হিসেবে আটক করেছে পুলিশ।
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ে মনি চক্রবর্তী হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ তাদের বিচারের দাবি জানান। আর সকল ব্যবসায়ীসহ সাধারণ মানুষের নিরাপত্তার দাবি জানানো হয়। এছাড়া দ্রুতসময়ে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন তারা।
এর আগে সোমবার (৫ জানুয়ারি) রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির পাশে দুর্বৃত্তের হাতে খুন হয় মনি চক্রবর্তী।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, এ হত্যার ঘটনায় নিহতের বাবা মদন চক্রবর্তী অজ্ঞাত নামা আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেছে। মনি চক্রবর্তীকে গুলি করে হত্যা করা হয়েছে। এঘটনায় কয়েকজনকে সন্দেহ ভাজন হিসেবে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় পরে প্রকাশ করা হবে । হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।



