ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান : হাবিবের
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন,যারা দলের আদর্শে বিশ্বাস করে এবং দেশকে ভালোবাসে, তাদের সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার ৬ জানুয়ারি রাজধানী খিলগাঁয়ে মিনারা মসজিদে মাগরিবের নামাজ শেষে দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, আমরা যদি আমাদের পরিবারকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি তাহলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। যারা অতীতে দেশবিরোধী চক্রান্ত করেছে কিংবা স্বৈরাচারের সঙ্গে আপোষ করেছে, তাদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিলে আমরা অনেক কিছু হারাবো, যা আর পুনরুদ্ধার করা সম্ভব হবে না।
গণতান্ত্রিক উপায়ে সরকার গঠন করতে হলে জাতীয় নির্বাচনে ৩০০ আসনে দলের প্রতিনিধিদের বিজয় নিশ্চিত করতে হবে। অন্যথায় বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, দলের কাজে যারা বাধা সৃষ্টি করে বা কর্মীদের নিরুৎসাহিত করে, তারা প্রকৃতপক্ষে দল কিংবা দেশের আদর্শে বিশ্বাস করে না। দলকে ভালোবাসলে, দেশকে ভালোবাসলে, সহযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে চাইলে ধানের শীষের জন্য কাজ করতেই হবে।
তিনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, আজকের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পেছনে অসংখ্য মানুষের রক্ত ও ত্যাগ জড়িয়ে আছে।
আগামী বাংলাদেশের রূপরেখা তুলে ধরে হাবিবুর রশিদ হাবিব বলেন, শুধুমাত্র ডিগ্রিনির্ভর শিক্ষা নয়, বাস্তবসম্মত ও কারিগরি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা কীভাবে চাকরি পাবে, উদ্যোক্তা হবে কিংবা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষতা কাজে লাগাতে পারবেসে বিষয়ে পরিকল্পিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়া, যেখানে ‘আমি’র আগে ‘আমরা’, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতানাসবার আগে বাংলাদেশ।
উপস্থিত ছাত্রনেতাদের উদ্দেশে তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলই আগামী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অন্যতম প্রধান ফোরাম এবং তাদের মাধ্যমেই একটি গণতান্ত্রিক, স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



