Logo
Logo
×

সারাদেশ

ছোট ভাইদের মারধরে বড় ভাই নিহত

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

ছোট ভাইদের মারধরে বড় ভাই নিহত

নরসিংদীতে ছোট দুই ভাইয়ের মারধরে রমজান আলী নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) রাতে মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচরে এ ঘটনা ঘটে।

নিহত রমজান আলী (৩৫) পাইকারচর ইউনিয়নের পুরানচরে গ্রামের মুসা মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রমজান আলী মাদকাসক্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই পরিবার বাধা দিয়ে আসছিল। পারিবারিকভাবে বাধা দেওয়া হলেও কোনো কাজে আসেনি। তিনি নিয়মিত মাদকসেবন করত এবং পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করত। মাদকের কারণে তিনি বিভিন্ন অপরাধেও জড়িয়ে পড়ে। রোববার রাতে ঘরের ভেতরে এ বিষয়টি নিয়ে পরিবারের দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের সঙ্গে ঝগড়ায় জড়ায় রমজান আলী। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে ছোট দুই ভাই লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হয় বড় ভাই রমজান আলী। পরে প্রতিবেশী ও স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন, আমার চারজন কন্যাসন্তান আছে, তাদের মধ্যে ছোট মেয়ের বয়স মাত্র এক বছর। আমার স্বামীকে তারই ছোট দুই ভাই মেরে ফেলেছে। আমি এর সঠিক বিচার চাই।

মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, ৯৯৯ এ খবর পেয়ে ঘটনার পরপরই এলাকা পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রমজান আলী মাদকাসক্ত হওয়ায় তার ভাইদের লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শেষ বিস্তারিত বলা যাবে। 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন