Logo
Logo
×

সারাদেশ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটক উদ্ধার

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটক উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত এক রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাদের অপহরণ করা হয়েছিল।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, সুন্দরবন থেকে অপহৃত রিসোর্ট মালিক ও দুই পর্যটককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে কোস্ট গার্ড সংবাদ সম্মেলন করবে বলেও তিনি উল্লেখ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি ঢাকা থেকে আসা পাঁচ পর্যটক খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার ‘গোলকানন’ রিসোর্টে বেড়াতে আসেন। ওই দিন বিকেলে তারা রিসোর্ট মালিকের সঙ্গে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন এলাকায় ঘুরতে গেলে কানুরখোলা খাল এলাকায় বনদস্যু মাসুম বাহিনী তাদের অপহরণ করে।

দস্যুরা দুই নারী পর্যটক ও নৌকার দুই আরোহীকে ছেড়ে দিলেও রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় এবং দুই পর্যটক সোহেল ও জনিকে জিম্মি করে নিয়ে যায়। পরে রিসোর্ট মালিকের পরিবারের কাছে মোবাইল ফোনে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পরপরই কোস্ট গার্ড, নৌ পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান শুরু করে। অভিযানের ফলেই অপহৃত তিনজনকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন