Logo
Logo
×

সারাদেশ

ভোররাতে সিলেটজুড়ে ভূকম্পন, উৎপত্তি ভারতের আসামে

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম

ভোররাতে সিলেটজুড়ে ভূকম্পন, উৎপত্তি ভারতের আসামে

সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য এ কম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূকম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন।

নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড় ও শাহপরান থানা এলাকাসহ দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায়ও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভূকম্পনের সময় ঘরে থাকা অনেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হালকা দুলুনির মতো অনুভূতি হয়েছিল এবং কয়েকটি বাড়িতে জানালা ও সিলিং ফ্যান কেঁপে উঠতে দেখা যায়।

ভূকম্পনের পরপরই ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ লিখেছেন, হঠাৎ করে ঘর দুলে উঠেছিল। আবার অনেকের ঘুম ভেঙে যায়, প্রথমে মনে হয়েছিল কেউ দরজায় নাড়া দিচ্ছে। অনেকে আতঙ্ক প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভোর ৪টা ৪৭ মিনিটে অনুভূত ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকায় এবং ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার।

উল্লেখ্য, সিলেট অঞ্চল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। অতীতেও বিভিন্ন সময়ে এখানে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন