বরুড়া থানা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মাসুদ, সম্পাদক সুজন
আরাফাত হোসেন
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
সাংবাদিকতার আদর্শ, ঐক্য ও পেশাগত দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে কুমিল্লার বরুড়া উপজেলার জনপ্রিয় সাংবাদিক সংগঠন বরুড়া থানা প্রেস ক্লাবের ২০২৬–২০২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকালে বরুড়া পৌরসদরের এক অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের মাধ্যমে দুই বছরের জন্য এ কমিটি নির্বাচিত হয়। নির্বাচন ঘিরে সদস্যদের মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য ও আন্তরিকতা।
ভোটাভুটির মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ মজুমদার (যায়যায়দিন), সাধারণ সম্পাদক সুজন মজুমদার (দেশ রূপান্তর) এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সৌরভ লোধ (কালবেলা)।
এছাড়াও নবনির্বাচিত কমিটিতে রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি সোহেল খন্দকার (দৈনিক ঢাকা) সহ-সভাপতি শরীফ বিন ওয়াহাব (যুগান্তর)
সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দীন (কুমিল্লার ডাক) যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম (ভোরের ডাক) সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নিজামী (দৈনিক সংগ্রাম) প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম (জাগ্রত টিভি) অর্থ ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন মীর (মর্নিং ২৪)
সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নয়ন দেওয়ানজী (স্বদেশ জার্নাল) ও সমাজকল্যাণ সম্পাদক তোফাজ্জল হোসেন (গণজাগরণ)।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
আরিফ আজগর (ঢাকা পোস্ট), আব্দুল্লাহ আল মারুফ (স্টার নিউজ), সজিবুল ইসলাম হসিব (প্রতিদিনের বাংলাদেশ), আরাফাত হোসেন (জি টিভি) ও আনজার শাহ (পল্লী সমাচার)।
এছাড়া সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আবুল হোসেন সাজু (প্রেজেন্ট টাইমস) ও মাহবুব কবির (সমাজ কণ্ঠ)। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনের প্রতিনিধি ডা. তারেক হোসেন।
নির্বাচন শেষে একটি রেস্টুরেন্টে প্রীতিভোজ, ফুলেল শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নতুন কমিটিকে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে ২০২৬–২০২৭ সেশনের নির্বাচন কার্যক্রমের সফল সমাপ্তি ঘটে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বরুড়া থানা প্রেস ক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সবাই।



