Logo
Logo
×

সারাদেশ

সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১১:১১ এএম

সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

রাজশাহীর বাঘায় চরাঞ্চলে বাড়িতে ঢুকে সোহেল রানা নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিহত যুবকের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর চরে এ হামলার ঘটনা ঘটে। নিহত সোহেল রানা বাঘা উপজেলার করালি নওসারা এলাকার কালু মণ্ডলের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত ১২টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি বাড়ির বাইরে এসে এলোপাতাড়ি গুলি চালায়। ওই সময় ঘুমন্ত অবস্থায় সোহেল ও তার পরিবার হামলার শিকার হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সোহেল মারা যান। তার স্ত্রীও আহত হন। তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা অভিযোগ করেন, ‘কাঁকন বাহিনী’ নামে পরিচিত একটি সশস্ত্র দলের লোকজন এই হামলা চালিয়েছে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

ঘটনার পরপরই বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। নিহত সোহেলের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাঘা থানার ওসি মো. সেরাজুল হক বলেন, নিহতের এনআইডি কার্ডের ঠিকানাতে নাটোরের লালপুর উল্লেখ আছে। যেহেতু ওই এলাকাটি সীমান্তবর্তী এলাকা সেহেতু নিহত ব্যক্তির বাড়ি লালপুর নাকি বাঘা থানায় পড়েছে সেটি নিশ্চিত নয়। তবে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিকটে হওয়ার কারণে তাদের প্রথমে এখানে নিয়ে আসা হয়। পরে নিহত ব্যক্তির মরদেহ এখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে এখনো কোনো কিছু জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ঘটনাটি ঘটেছে প্রত্যন্ত চরাঞ্চলে। খবর পাওয়ার পর পরই আমরা সেখানে ফোর্স পাঠিয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন