Logo
Logo
×

সারাদেশ

সাংবাদিকদের নামে মিথ্যা হত্যাচেষ্টা মামলা, সম্মিলিত সাংবাদিক জোটের প্রতিবাদ

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১০:২৯ এএম

সাংবাদিকদের নামে মিথ্যা হত্যাচেষ্টা মামলা, সম্মিলিত সাংবাদিক জোটের প্রতিবাদ

বগুড়ার শেরপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে হত্যাচেষ্টা মামলায় জড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে শেরপুরের সম্মিলিত সাংবাদিক জোট।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শেরপুর শহরের সম্মিলিত সাংবাদিক জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা শেষে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সমন্বয়ক রঞ্জন কুমার দে।

বিবৃতিতে বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় জীবনঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক মামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল। এতে দেশের স্বাধীন ও পেশাদার সাংবাদিকতা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

বক্তারা অভিযোগ করে বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়া শহরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার প্রায় ১৭ মাস পর গত ২৯ ডিসেম্বর বগুড়া সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। ওই মামলায় কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই তিনজন পেশাদার সাংবাদিককে আসামি করা হয়েছে। তারা হলেন—দৈনিক চাঁদনী বাজার-এর প্রতিনিধি শুভ কুন্ডু, দৈনিক প্রথম আলো-এর শেরপুর প্রতিনিধি সঞ্জীব কুমার (সবুজ চৌধুরী) এবং দৈনিক প্রভাতের আলো-এর নিজস্ব প্রতিনিধি সাজ্জাদ হোসেন পল্লব। এদের মধ্যে প্রথম দুইজন শেরপুর উপজেলায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত।

বিবৃতিতে আরও বলা হয়, মামলার এজাহারে সাংবাদিকদের প্রকৃত পেশাগত পরিচয় গোপন রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়েছে। এটি শুধু সাংবাদিকদের ব্যক্তিগতভাবে হয়রানি নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর একটি ভয়ংকর আঘাত।

সভা থেকে অবিলম্বে এ হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। দাবি আদায় না হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দিপক কুমার সরকার, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি সারোয়ার জাহান, শেরপুর থানা প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বাধনকৃষ্ণ কর্মকার, উত্তরাঞ্চল বার্তার প্রকাশক উৎপল মালাকার, আমাদের সময়-এর প্রতিনিধি শফিকুল ইসলাম, দিনকাল-এর প্রতিনিধি শফিকুল ইসলাম শাওন, দেশ রূপান্তর-এর জাহিদ হাসান, আমার সংবাদ-এর লিমন হাসান, ডেইলি অবজারভার-এর সৌরভ অধিকারী, দৈনিক জনবানী-এর এনামুল হক, দৈনিক গণমুক্তি পত্রিকার শেরপুর প্রতিনিধি নজরুল ইসলাম জাকি, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি এস আই বাবলু, খোলা কাগজের প্রতিনিধি বাদশা আলম, দেশের কণ্ঠ-এর প্রতিনিধি রুহুল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন