Logo
Logo
×

সারাদেশ

বৃক্ষরোপণ কর্মসূচিতে সারা দেশে কিশোরগঞ্জ ষষ্ঠ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম

বৃক্ষরোপণ কর্মসূচিতে সারা দেশে কিশোরগঞ্জ ষষ্ঠ

প্রকৃতি ও জীবন ক্লাবের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালে সারা দেশের অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে কিশোরগঞ্জ জেলা ষষ্ঠ স্থান অর্জন করেছে। 

শনিবার (৩ জানুয়ারি) ঢাকার পান্থপথে পানি ভবনের অডিটোরিয়ামে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে সর্বাধিক গাছের চারা রোপণ ও বিতরণের জন্য বিজয়ী প্রতিটি অংশগ্রহণকারী ক্লাবকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানসহ অতিথিদের হাত থেকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন চ্যানেল আইয়ের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাব কিশোরগঞ্জের সমন্বয়ক এসকে রাসেল, সাথে ছিল যোবায়ের আহসান জাবের ও আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত প্রকৃতি ও জীবন ক্লাবের প্রায় ৩০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এবারের বৃক্ষরোপণ কর্মসূচিতে পার্টনার ছিল বাংলালিংক ডিজিটাল।

প্রসঙ্গত, প্রকৃতি সংরক্ষণে ২০০৯ সালের ৩ ডিসেম্বর ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালের ১ আগস্ট চ্যানেল আইয়ে শুরু হয় নতুন মাত্রার গবেষণা, তথ্যবহুল, সচেতনতা ও শিক্ষামূলক ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’। প্রকৃতি সংরক্ষণ পদক দেওয়া শুরু হয় ২০১১ সালে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন