খালেদা জিয়া আমৃত্যু দেশের মানুষকে ভালো রাখার জন্য লড়াই করেগেছেন: খায়রুল কবির
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেন, পৃথিবীর ইতিহাসে মুসলিম রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া। তিনি মানুষের কল্যাণে, দেশের গণতন্ত্র উদ্ধারে এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আপোষহীন ছিলেন। সমস্ত আরাম আয়েশ ত্যাগ করে আমৃত্যু দেশের মানুষকে ভালো রাখার জন্য লড়াই করেগেছেন। বাংলাদেশের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হয়েছেন, তার চেয়েও আরো বেশী বেগম খালেদা জিয়া কে দেশের মানুষ মর্যাদা দিয়েছে। এমন বিদায় পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিড়ল ঘটনা।
তিনি শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী শিশু একাডেমীতে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্যকালে এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়াউর রহমানের সমাধি সরাতে মরিয়া হয়ে ওঠেছিল। লুই আই কানের নকশা তিন কোটি টাকা খরচ করে শেখ হাসিনা নিয়ে আসেন। সে নকশায় জিয়াউর রহমানের সমাধি ছিল না। সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানোর একাধিকবার উদ্যোগ নিয়েও সফল হতে পারেননি। ভাগ্যের নির্মম পরিহাস, চব্বিশের আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। আর সেই জিয়াউর রহমানের কবরের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। কোটি মানুষ চোখের জলে বেদনাহত চিত্তে বিদায় জানিয়েছেন দেশের অভিভাবককে। সৌম্য ও শান্তির প্রতীক খালেদা জিয়া শেষযাত্রায় যে সম্মান পেয়েছেন, তা ইতিহাসে বিরল। আল্লাহ যাকে সম্মান দেন, কেউ তা কেরে নিতে পারে না। গোটা বিশ্ব আজ তাকে সম্মান জানাচ্ছে।
তিনি আরো বলেন, আগামী ফেব্রুয়ারী জাতিয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শোককে শক্তিতে পরিণত করে সেই নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে নির্বাচনে বিজয় অর্জন করতে হবে। আজ শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদন্ডের রায় দিয়েছে। তার মৃত্যুদন্ডের পরোয়া মাথায় নিয়ে ঘুরছে। আর বেগম খালেদা জিয়ার যে জানাজা হয়েছে, এটা বিশ্বের ইতিহাসে স্মরণকালের সর্ববৃহত জানাজা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুর এলাহীর সঞ্চালনায় দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, এ্যাড. আব্দুল বাছেদ ভূইয়া, বিজি রশিদ নওশের, আকবর হোসেন, হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া প্রমুখ।



