কটিয়াদীতে কমিটির সভাপতি হতে না পারায় শিক্ষকদের ওপর হামলা, আহত ২
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই শিক্ষককে অতর্কিত হামলা করে আহত করার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের এক শিক্ষক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। আহত দুই শিক্ষক বর্তমানে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাতে কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া ইব্রাহিমিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া ইব্রাহিমিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ভিটিপাড়া ইব্রাহিমিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আল আমিন ও মো. হাবিবুর রহমান। বর্তমানে তারা কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গত ২৯ ডিসেম্বর কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে মো. রফিকুর ইসলাম সভাপতি নির্বাচিত হন। ওই নির্বাচনে শিক্ষক প্রতিনিধি হিসেবে সহকারী শিক্ষক মো. আল আমিন ও মো. হাবিবুর রহমান ভোট প্রদান করেন। এতে একই মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক মো. লুৎফুর রহমানের ভাগ্নির জামাই সভাপতি নির্বাচিত না হওয়ায় তিনি ক্ষুব্ধ হন বলে অভিযোগ ওঠে। পরে আজ বৃহস্পতিবার সকালে শিক্ষকরা মাদ্রাসায় উপস্থিত হলে মো. লুৎফুর রহমান তাঁর বহিরাগত সহযোগীদের নিয়ে সহকারী শিক্ষক মো. আল আমিন ও মো. হাবিবুর রহমানের ওপর অতর্কিত হামলা চালান। পরে এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা আহত দুই শিক্ষককে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত শিক্ষক মো. আল আমিন ও মো. হাবিবুর রহমান জানান, মো. লুৎফুর রহমানের ভাগ্নির জামাই পূর্বে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ছিলেন। তিনি এবারের ম্যানেজিং কমিটির নির্বাচনেও সভাপতি পদে প্রার্থী ছিলেন। নির্বাচনে পরাজিত হওয়ায় ক্ষোভ থেকেই তাঁদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাবিবুর রহমান জানান, আহত দুই শিক্ষক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ভিটিপাড়া ইব্রাহিমিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আশরাফ উদ্দিন বলেন, ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে জুনিয়র শিক্ষক মো. লুৎফুর রহমানসহ কয়েকজন শিক্ষক অন্য শিক্ষকদের ওপর হামলা চালিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদপ্রার্থী মো. আতিকুল ইসলামের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি শুনেছেন শিক্ষকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর হামলার বিষয়টি তিনি অবগত হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



