রাজশাহীর পুঠিয়ায় ট্রাক উল্টে চারজন নিহত, আহত বেশ কয়েকজন
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ এএম
রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), সদরের পাকপাড়ার আক্কেল প্রামানিকের ছেলে মুনকর (৩৫), বাগাতিপাড়া উপজেলার সালাইনগর এলাকার সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০) এবং চারঘাট উপজেলার অস্কারপুর এলাকার মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।
স্থানীয়দের বরাতে জানা গেছে, পুঠিয়ার ঝলমলিয়া কলাহাট দিয়ে নাটোর অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এ সময় কলাহাটে থাকা বেশ কয়েকজন পথচারী ও ক্রেতা হতাহত হন।
রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং উদ্ধার কাজ চলমান রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে কাজ করছে।
পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে, বিস্তারিত পরে জানানো হবে।



