বাজিতপুরে বিভিন্ন দল থেকে ২০ জন জামায়াতে যোগদান
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে ২০ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) উপজেলার দিলালপুর ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. রমজান আলী।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জসিম উদ্দিন ভূইয়া, বাইজিদ ভূইয়া, কাজী রাব্বি, ফাইজুল ইসলাম ভূইয়া, রাসেল ভূইয়া, বাবুল মিয়া, খাইরুল ইসলাম, আলী, জসিম ও আরাফাত।
দিলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. মোবারক উল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজিতপুর উপজেলা শাখার সাবেক সভাপতি নূর মোহাম্মদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হিজবুল্লাহসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।



