শেরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা জ্যাকি গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ এএম
বগুড়ার শেরপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকিবুল ইসলাম ওরফে জ্যাকিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. জাকিবুল ইসলাম ওরফে জ্যাকি শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া গ্রামের বাসিন্দা।
শেরপুর থানার ওসি ইবরাহিম আলী বলেন, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনিপ্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।



