মেধা লালন ট্রাস্টের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান
খুলনা (পাইকগাছা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পিএম
খুলনার পাইকগাছায় শিক্ষার মান উন্নয়নে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ অধ্যাপক শহিদুল ইসলামের প্রতিষ্ঠিত মেধা লালন ট্রাস্টের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক মোশাররফ হোসেন গাজীর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠান শুরু হয়। এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক এবং রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সবাই। শেষে সংক্ষিপ্তভাবে মেধা লালন ট্রাস্টের পক্ষ থেকে ১০৫ জন কলেজ, হাইস্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবর আলী গোলদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল গফুর গাজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তরুণ কুমার জোয়ার্দার, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইন। উপস্থিত ছিলেন সুপার বাহারুল ইসলাম, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, সাংবাদিক আলাউদ্দিন রাজা, প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল অধ্যাপক শফিকুল ইসলাম, শিক্ষক আব্দুল রশিদ।
স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ অধ্যাপক শহিদুল ইসলামের ছেলে শিক্ষার্থী মুবাশশির বিন শহীদ ত্বাহা, শিক্ষার্থী লিমা আক্তারসহ আরও অনেকে। শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান শেষে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ করেন অতিথি ও বিদ্যালয়ের শিক্ষকরা।



