Logo
Logo
×

সারাদেশ

একদিনের জন্য মঙ্গলবার চট্টগ্রাম যাচ্ছেন আইজিপি

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পিএম

একদিনের জন্য মঙ্গলবার চট্টগ্রাম যাচ্ছেন আইজিপি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন। চট্টগ্রাম পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা ৫ মিনিটে আইজিপি ঢাকা ত্যাগ করে সকাল ১১টায় চট্টগ্রামে পৌঁছাবেন। এরপর সকাল সাড়ে ১১টায় তিনি চট্টগ্রাম বিভাগে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ফোর্সের সঙ্গে একটি বিশেষ কল্যাণ সভায় যোগ দেবেন।

দুপুর সাড়ে ১২টায় আইজিপি নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করবেন। দুপুর আড়াইটায় চট্টগ্রাম বিভাগে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসারদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

পরবর্তীতে বিকেল সাড়ে ৩টায় তিনি পুনরায় নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করবেন। সফর শেষে রাত ৮টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে রাত সোয়া ৯টায় ঢাকায় পৌঁছাবেন।

আইজিপির এ সফরে চট্টগ্রাম বিভাগে পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত প্রস্তুতি এবং নির্বাচনী দায়িত্ব পালনের প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন