বগুড়া-৫ আসনে চার দলের প্রার্থীর মনোনয়ন জমা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে চারটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে সাবেক শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমান বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়নপত্র জমা দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ দুপুর ১টা ৩৫ মিনিটে তার মনোনয়ন দাখিল করেন। একই দিনে দুপুর ১টা ৫৫ মিনিটে সিপিবির মনোনীত প্রার্থী শিপন চন্দ্র রবি দাশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে প্রভাষক মাহমুদুর রহমান চুন্নু বেলা ৩ টার সময় মনোনয়নপত্র জমা দেন।
প্রতিটি দলের প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার সময় নিজ নিজ দলের পাঁচজন শীর্ষ নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে আসেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় দিনভর রাজনৈতিক কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এদিকে বিএনপির প্রার্থী গোলাম মোঃ সিরাজ মনোনয়ন দাখিলের আগেই শেরপুর উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিভেদ নিরসনে উদ্যোগ নেন। বিশেষ করে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়া জানে আলম খোকার বহিষ্কারাদেশ সম্প্রতি প্রত্যাহার হওয়ায় দলটির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা জানিয়েছেন, অতীতের সব মতবিরোধ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
মনোনয়নপত্র গ্রহণ করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ। তিনি জানান, নির্ধারিত নিয়ম অনুযায়ী সকল প্রার্থীর মনোনয়ন গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী ধাপে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে।
মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে বগুড়া-৫ আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির অভ্যন্তরীণ ঐক্য, জামায়াত ও ইসলামী দলগুলোর সক্রিয় অংশগ্রহণ এবং বাম দলের উপস্থিতি—সব মিলিয়ে এই আসনে এবারের নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।



