Logo
Logo
×

সারাদেশ

নওগাঁয় জেঁকে বসেছে শীত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:২০ এএম

নওগাঁয় জেঁকে বসেছে শীত

ছবি : সংগৃহীত

শীত যেন কোনোভাবেই কমছে না উত্তরের জেলা নওগাঁয়। দিন যতই যাচ্ছে বাড়ছে শীতের তীব্রতা। সেই সঙ্গে কমে আসছে তাপমাত্রার পারদ। 

নওগাঁর বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের তথ্য মতে, সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে আজ ঘন কুয়াশা এবং আকাশে হালকা মেঘ থাকায় শীতের প্রকোপ বেশি। মেঘ এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। সন্ধ্যা নাম্বার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় ছেয়ে যাচ্ছে পুরো জেলা। সকালের ঘন কুয়াশার কারণে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ছোট বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। গতকাল থেকে আজ এখন অব্দি দেখা মেলেনি সূর্যের। 

ট্রাকচালক আবু সুফিয়ান বলেন, ঘন কুয়াশা ও শীতের কারণে গাড়ি চালাতে অনেক কষ্ট হয়। ২০ হাত দূরের রাস্তাও ভালোভাবে দেখা যায়না। রাস্তায় অনেক দুর্ঘটনাও ঘটছে। জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার তাগিদে অনেক কষ্টে গাড়ি চালাতে হচ্ছে। 

নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, সকাল ৯টা পর্যন্ত জেলায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আকাশে মেঘ থাকায় সূর্যের দেখা মিলছে না। যার কারণে শীতের প্রকোপ বেশি। আগামী কয়দিন তাপমাত্রায় কীরকম থাকবে তা এই মুহূর্তে সঠিকভাবে বলা যাচ্ছে না। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন