নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খোকন
নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের কার্যালয়ে তিনি মনোনয়ন জমা দেন।
মনোনয়ন জমা শেষে খায়রুল কবির খোকন সাংবাদিকদের বলেন, নির্বাচনের যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি, মনে হয় যে এ নির্বাচনটা ইতিহাসের সেরা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। যদিও এখনও নির্বাচন বানচাল করার জন্য দেশি-বিদেশি চক্রান্ত হচ্ছে। সকল ষড়যন্ত্রের ভেড়াজাল অতিক্রম করে এদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো সুন্দর নির্বাচন করবে।
এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



