Logo
Logo
×

সারাদেশ

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ

Icon

রাবি প্রতিনিধি :

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকান্ডের বিচারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একদল শিক্ষার্থী।

‎রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সামনে কর্মসূচি পালন করেন। পরে সন্ধ্যা ৬টায় এ কর্মসূচি শেষ হয়।

‎এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা ‘হাদী ভাই  মরলো কেন, ইন্টেরিম জবাব দেয়, 'আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে,' ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে,' 'ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, 'আমরা সবাই হাদী হবো, যুগে যুগে লড়ে যাব,' গোলামি না আজাদী, আজাদী আজাদী’সহ নানা স্লোগান দেন।

‎‎আন্দোলনকারী ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী আবির হাসান বলেন, “হাদি একজন ভালো মানুষ ছিলেন। তিনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। আমরা হাদিকে আমাদের আদর্শ হিসেবে দেখি এবং তাঁর মতো হতে চাই। কিন্তু যদি এভাবে একজন মানুষ নিহত হওয়ার পরও ন্যায়বিচার নিশ্চিত না হয়, তাহলে আমাদের মতো যারা হাদির পথ অনুসরণ করতে চায়, তারা নিরুৎসাহিত হয়ে পড়বে। তাই আমরা হাদির বিচার চাই যাতে হাদির আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশজুড়ে আরও অনেক হাদি গড়ে ওঠে। 

‎রাকসুর সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, “আমাদের আতাতুর সন্তান, শহীদ শরীফ উসমান হাদী ভাইয়ের ওপর হামলার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও ইন্টেরিম এখনো হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার প্রতিবাদে আমরা বাধ্য হয়ে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে কর্মসূচি ঘোষণা পাঠিয়েছে।”

‎তিনি আরও বলেন, “এই কর্মসূচির অংশ হিসেবে আজ আটটি বিভাগীয় শহরে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ পালন করা হচ্ছে। একই কর্মসূচির ধারাবাহিকতায় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ চালিয়ে যাব।”

‎তিনি আরও জানান, অবরোধ কর্মসূচি করছি এই কারণে, দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার যেন হাদি খুনিরা কীভাবে বর্ডার ক্রস করে বাইরে গেল, তাদের ধরে বিচারের মুখোমুখি করে এই দাবিতে আমরা হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছি।”

‎এদিকে মহাসড়ক অবরোধের কারণে রাজশাহী-ঢাকা সড়কে যান চলাচল ব্যাহত হয়। ফলে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন