Logo
Logo
×

সারাদেশ

রৌমারী সীমান্তে ভারতীয় ৩ নাগরিককে পুশ-ইন করলো বিএসএফ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম

রৌমারী সীমান্তে ভারতীয় ৩ নাগরিককে পুশ-ইন করলো বিএসএফ

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক সীমান্ত আইন ও দ্বিপাক্ষিক শিষ্টাচারকে উপেক্ষা করে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত দিয়ে তিন ভারতীয় মুসলিম নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করার গুরুতর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে চর বোয়ালমারী সীমান্তের আন্তর্জাতিক ১০৫৯ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ওই তিনজনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয় বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা হলেন— আসাম রাজ্যের নওগাঁ জেলার সালনা থানার আয়েশা খাতুন (৪৮), পিতা: জমদার আলী; একই জেলার কলিয়াবর থানার হাতিগাও গ্রামের রুস্তম আলী (৬০), পিতা: আব্দুল জব্বার এবং রোহা থানার বাসিন্দা ইদ্রিস আলী (৪৬), পিতা: সমর আলী।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সীমান্ত অতিক্রমের পর তারা বাংলাদেশের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে চর বোয়ালমারী সীমান্ত এলাকার বাগেরহাট বাজারে অবস্থান করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করা হয়। পরে গয়টাপাড়া বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই তিনজনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

গয়টাপাড়া বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পুশইন হওয়া তিনজন বর্তমানে আমাদের ক্যাম্পে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সীমান্ত সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের পুশইন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সীমান্তে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার ক্ষেত্রে বিএসএফের এমন আগ্রাসী আচরণ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন