Logo
Logo
×

সারাদেশ

শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোকার বহিস্কারাদেশ প্রত্যাহার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোকার বহিস্কারাদেশ প্রত্যাহার

ছবি : যুগেরচিন্তা

বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জানে আলম খোকার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু। তিনি জানান, বগুড়া জেলা বিএনপির সভাপতি রোজাউল করিম বাদশা বুধবার বিকাল সাড়ে চারটার দিকে ফোন করে তাকে বহিস্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি অবহিত করেন।

উল্লেখ্য, ২০২১ সালে শেরপুর পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় জানে আলম খোকাকে দল থেকে বহিস্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তার বহিস্কারাদেশ প্রত্যাহারের খবরে শেরপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। তারা মনে করছেন, এই সিদ্ধান্ত আগামী দিনের দলীয় রাজনীতিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।

এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “জানে আলম খোকার বহিস্কারাদেশ প্রত্যাহারের মৌখিক অনুমোদন পাওয়া গেছে। তবে এখনো আনুষ্ঠানিক চিঠি হাতে পাইনি।”

শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু জানান, “জানে আলম খোকার বহিস্কারাদেশ প্রত্যাহারে আমরা অত্যন্ত খুশি। আগামী দিনে সবাই একসঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।”

এদিকে শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহম্মেদ বলেন, “জানে আলম খোকার বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় দলীয়ভাবে অনেক সুবিধা সৃষ্টি হয়েছে। আগামী দিনে ব্যাপকভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”

দলীয় এই সিদ্ধান্তকে শেরপুর বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন