পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লক্ষাধিক টাকার গাছ কর্তন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম
ছবি : সংগৃহীত
খুলনার পাইকগাছায় আদালতের নিষেষধাজ্ঞা উপেক্ষা করে লক্ষাধিক টাকার মেহগণিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়,উপজেলার চেঁচুয়া গ্রামের শাহাবুদ্দিন শেখদের লাগানো গাছ গত ১৬ ডিসেম্বর প্রতিপক্ষ একই এলাকার নজরুল দপ্তরীরা কেঁটে নিয়েছে। তাদের সাথে চেঁচুয়া ও কচুবিনিয়া মৌজায় ৫৮ শতক জমি নিয়ে ১৯৮৪ সাল থেকে আদালতে দেওয়ানি মামলা চলছে।
পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালত থেকে প্রতিপক্ষ নজরুল দপ্তরীরা দেঃ ১৭/৮৪ পরিবর্তিতে ৫৪৭/৮৪ মামলা রায়-ডিগ্রী পাপ্ত হন। যার বিরুদ্ধে খুলনা সাব জজ ২য় আদলতে দেঃ আপিল মামলায় ৭৫/৯০ মামলায় শাহাবুদ্দিন শেখরা রায় ডিগ্রী প্রাপ্ত হন। যার বিরুদ্ধে প্রতিপক্ষরা মহামান্য হাইকোর্টে সি,আর ২১৭১/৯২ মামলা করলে জজ আদালতের রায় বহাল থাকে। যার বিরুদ্ধে প্রতিপক্ষরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিব টু আপিল করলে সেটাও খারিজ হয়। এরপর প্রতিপক্ষরা পাইকগাছা সহকারী জজ আদালতে পুনরায় দেঃ ৫/২০০৫ পৃথক বাটোয়ারা মামলা করে ১৯-১০২০২৫ তারিখ তারা রায় ডিগ্রী প্রাপ্ত হন। যার বিরুদ্ধে ৯-১১-২০২৫ তারিখ খুলনা জেলা জজ আদালতে ডিগ্রি রদ রহিত ২৪৫/২৫ মামলা এবং নিষেধাজ্ঞা প্রার্থনা করেন।
বিজ্ঞ আদালত শুনানি অন্তে নিম্ন আদালতের রায় ডিগ্রী স্থগিত করেন। অত্র আদালতের নোটিশ পেলেও তা অমান্য করে প্রায় ১লাখ ৩০ হাজার টাকার মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কে'টে নিয়েছে বলে অভিযোগকারী জানান।
শাহাবুদ্দিন শেখ জানান, প্রতিপক্ষরা আমার লাগানো গাছ কেটে নিয়েছে।
এ দিকে প্রতিপক্ষ নজরুল দপ্তরী জানান, তাদের জমির গাছ তারা আদালতের রায় পাওয়ার পর কেটেছেন।



