বগুড়ায় বিস্ফোরক মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক ওরফে জুয়েল (৪৭) কে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বছরের ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক সেনবামুনিয়া গ্রামের মৃত নুর মোহাম্মাদ শেখের ছেলে। মামলায় তার বিরুদ্ধে মোট ৯টি ধারায় অভিযোগ আনা হয়েছে।
শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলী জানান, অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বগুড়া জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



