Logo
Logo
×

সারাদেশ

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে পদবী ‘রাজনৈতিক কর্মী’ লিখলেন তারেক রহমান

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ এএম

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে পদবী ‘রাজনৈতিক কর্মী’ লিখলেন তারেক রহমান

জাতির বীর সন্তানদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টা ৪ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর বাসে বসেই জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারেক রহমান। সেখানে তারিখের ঘরে তিনি বাংলায় লিখেছেন ২৬-১২-২০২৫ এবং নামের স্থানে উল্লেখ করেছেন ‘তারেক রহমান’। পদবীর ঘরে তিনি লিখেছেন ‘রাজনৈতিক কর্মী’। মন্তব্যের ঘরে তিনি উল্লেখ করেন, ১৯৭১-এর শহীদদের প্রতি জাতি চির কৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করি। জানাই বিনম্র শ্রদ্ধা। এরপর তিনি স্বাক্ষর করেন।

রাত ১০টা ৩৪ মিনিটে তার বহনকারী বাসে করে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

এর আগে শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান শহীদ জিয়ার মাজারে পৌঁছে জিয়ারত করেন। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি। দেশে ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন এবং পরে অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান। সেখান থেকে তিনি গুলশানের বাসভবনে ফেরেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন