Logo
Logo
×

সারাদেশ

বিয়ের মঞ্চে ইনসাফের ডাক

প্ল্যাকার্ড হাতে হাদী হত্যার বিচার চাইল বরপক্ষ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

প্ল্যাকার্ড হাতে হাদী হত্যার বিচার চাইল বরপক্ষ

রাষ্ট্রের নীরবতা আর বিচারহীনতার দেয়ালে আঘাত করে কুড়িগ্রামে এক বিয়ের গেটেই উচ্চারিত হলো প্রশ্ন—হাদী হত্যার বিচার কবে? আনন্দের বিয়ের আসরকে সাক্ষী রেখে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াল বরপক্ষ। উৎসবের মুহূর্তে এই প্রতিবাদ যেন বিচারহীনতার মুখে ছুড়ে দেওয়া এক নির্ভীক চ্যালেঞ্জ।

বুধবার (২৫ ডিসেম্বর) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় গ্লোবাল টেলিভিশনের রিপোর্টার জাকির হোসেন ও সদর উপজেলার পাটেশ্বরী এলাকার মেয়ে নুসরাত জাহান নীলার বিয়েতে দেখা গেছে ব্যতিক্রমী দৃশ্য। বিয়ের গেইটে নেই চেনা চেঁচামেচি কিংবা দরকষাকষি। বরযাত্রীদের হাতে উঁচু করে ধরা প্ল্যাকার্ডে স্পষ্ট ঘোষণা—‘হাদী হত্যার বিচার চাই’, ‘জাস্টিস ফর হাদী’। এই নীরব দৃঢ়তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসার জোয়ার ওঠে।

বরযাত্রী কল্লোল রায় বলেন, হাদী কোনো ব্যক্তি মাত্র নয়— তিনি বাংলাদেশের বিবেক। তার হত্যার বিচার না হলে এ দেশে সত্য বলার সাহস ক্রমেই হত্যা করা হবে। আমরা এই বার্তাই দিতে চেয়েছি—চুপ থাকা মানে অপরাধকে প্রশ্রয় দেওয়া।

জুয়েল নামের একজন বলেন, বিয়ের মতো আনন্দঘন মুহূর্তকে ব্যবহার করে রাষ্ট্রের ব্যর্থতার বিরুদ্ধে দাঁড়ানো সাহসী প্রতিবাদ। এটা কেবল ইউনিক নয়, এটা প্রয়োজনীয়।

বর জাকির হোসেন বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থান মানুষকে যে চেতনা দিয়েছে, হাদি ছিলেন সেই চেতনার অগ্রসৈনিক। তিনি বাংলাদেশের কণ্ঠস্বর ছিলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে। বিচারকাজে অগ্রগতি নেই—এই বিচারহীনতার বিরুদ্ধে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে প্রতিবাদ জানানোই ছিল নৈতিক দায়িত্ব। ইনসাফের বাংলাদেশ গড়তে হাদী হত্যার বিচার চাই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন