শেরপুরে কৃষকের তিনবিঘা জমির আলু তুলে নিয়েছে দুর্বৃত্তরা
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম
বগুড়ার শেরপুরে জাহাঙ্গীর আলম নামের এক কৃষকের তিন বিঘা জমির আলুর গাছ তুলে ফেলেছে দুর্বৃত্তরা। এতে অন্তত তিন লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইলচাপড় গ্রামে এ ঘটনা ঘটে
ভুক্তভোগী কৃষক জাহাঙ্গীর আলম ওই গ্রামের মৃত আজাহার আলী ছেলে।
কৃষক জাহাঙ্গীর আলম দৈনিক যুগের চিন্তাকে জানান, এ মৌসুমে ৮৩ বিঘা জমিতে আলুর করেছেন তিনি। সার এবং শ্রমিকের মূল্য বৃদ্ধিতে বিঘা প্রতি খরচ প্রায় ৫০ হাজার টাকা। এমতাবস্থায় গত রাতের কোনো এক সময় শত্রুতা করে তার চাষাবাদ করা ৮৩ বিঘা জমির তিনবিঘা জমি থেকে সম্পূর্ণ আলুর গাছ তুলে ফেলেছে দুর্বৃত্তরা। এতে করে অন্তত তিন লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



